কবিতা- ঈশিতা পাল


যা কিছু ব্যক্তিগত


যা কিছু কুড়নো নুড়িপাথর নদীর কাছে,
সব আমাকে পায়ে পায়ে বেঁধে ফেলে-
সামনে অথই রাস্তা।

কামুক প্রেমিকের মত সে আমাকে ডাকে,
জড়িয়ে যাচ্ছি যত ভুলে,
চিরুনির জট পাকানো চুল।

তাদের তুলে রাখছি সময়ের কুলুঙ্গিতে,
প্রেম যতক্ষণ ব্যক্তিগত
ততক্ষণ রাধার মত ইতিহাস লেখে-
শুধু রোদের ছোঁয়া পেলেই

ভোরের শিশির মীরার মত কাঁদে।

Comments