নবীন কলমের কথামালা:: কবিতা- অভিজিৎ সরকার


দাগ


কিছু কিছু দাগ চাইলেও মোছা যায় না
মনে গেঁথে থাকে সেই দাগ।
এইতো সেদিন পাশের বাড়ির মেয়েটির ঘাড়ে যে কলঙ্কের দাগ লাগানো হয়েছিল
কই সেই দাগতো মোছা যায় নি।
এই ধরো যে প্রেমিক তার প্রেমিকাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলো
তার মনে গেঁথে দিয়েছিল হাজারো প্রেমের দাগ,
বিচ্ছেদের পর সেই দাগ মোছা গিয়েছিল কি?
আবার ধরো কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর মনোমালিন্যের দাগ
যে দাগে নষ্ট হয়ে গিয়েছে হাজারো বন্ধুত্ব
সেই দাগও তো মুছতে পারেনি কেউই।
আবার সদ্য হারানো কোনো শিশুর খোঁজার চিহ্ন হিসাবে দরকার পড়েছিল
চোখের নীচের ছোট্ট একটি জন্মদাগ।
আবার কৃষ্ণের প্রতি রাধার বিরহের দাগ
সেই দাগও তো মোছা যায় নি।
সব দাগ মোছা যায় না
সম্পর্ক একদিন ঠিক মুছে যায়
কিন্ত সম্পর্কের যে দাগগুলো রয়ে যায়
সেই দাগ মোছা যায় না।

Comments