কবিতা- তপন মাইতি


খুকুর মন 


পুজো আসলে খুকুর মনে হিমেল হাওয়ার মেলা 
দোলা লাগে কাশের বনে স্নিগ্ধ মায়া বেলা 
খুকু আঁকে ছবি
মেঘ-রোদ খামখেয়ালি খেলা 
বলল শরৎ হবি?

ভার্চুয়ালে ঠাকুর দেখে থিম প্রতিমা প্যাণ্ডেল 
স্বপ্ন যেন দেখতে শেখে জ্বলছে মঙ্গল ক্যাণ্ডেল 
শরৎ দেখলে একা 
উঁচু চেয়ার ধরলে হ্যাণ্ডেল 
এক পৃথিবী দেখা। 

শরত যেন এক রূপকথা ঢ্যাং ক্কুড়াক্কুড় বাজে 
জড়ায় যেন মনের লতা মনের মত সাজে 
ঠাকুর এল ঘরে 
শিশু ভাবে যথাতথা 
স্বপ্ন নিবাস গড়ে। 

শিউলী ফুল আলতা ভোরে পেঁজা তুলো ওড়ে 
পদ্ম শাপলায় মুক্তো ঝরে ঢাকটি বাজে জোরে 
মায়ার মধ্যেই ঘোরে 
পাখি থোকা থোকা ওড়ে 
শরৎ একটা ভোরে...

Comments