কবিতা- তনুশ্রী পাল



বিনিদ্র জিন


সহস্র নীলবর্ণ ঢেউ
যাবতীয় লবণ সমেত
পাকে পাকে জড়ায় আমাকে
লাফিয়ে উঠে
শ্বাসযন্ত্রে বিঁধিয়ে দিল নখ ...
অবিশ্বাস্য তীব্রগতি
অক্ষৌহিণী সেনা
 জাল পেতে 
সেঁচে তোলে যাবতীয় 
মৎস পুরাণ


অপ্রস্তুত 
তখন সদাগর --  
নিরাপদ তাঁবুর ভিতরে
ছিল জগতের তাবৎ আইনক্স
ইগলুর নরম প্রশ্রয়


আমি তো হাটুরে লোক,
ভাঙা থালা শূন্য ঘরে  থাকি
 নম্র সিঁদুরে ঢাকি
 হন্তারক ঝড়    
  

 দাবি নেই, নালিশ করিনি কারও কাছে
তবু  আমার বিনিদ্র জিন
রেলের ইস্পাতে  জেগে আছে  

Comments