গল্প- অরুণ চক্রবর্তী

 

টুসির হাসি


গল্পদাদুর আসর বসলে আশিস জ্যেঠু খুশি
তাকে আবার সঙ্গ দেয় পাশের বাড়ির টুসি।

কাল বিকেলে নদীর পারে বসেছে এক মেলা 
জেদ ধরেছে টুসি খুবই দেখবে বানরখেলা।

ঘুমিয়েছিল আশিসজ্যেঠু দুপুরে খাবার পর
মেলায় যাবে ভেবে টুসির সইছিল না তর।

ক্ষেপে গিয়ে আশিস জ্যেঠুর টেনে ধরে চুল
জ্যেঠুর মুখে দেখেই হাসি আনন্দে মশগুল।

নতুন জামা পরে টুসি জ্যেঠুর হাত ধরে
দেখে এল বানরখেলা ভীষণ আনন্দ করে।

ফেরার পথে কিনলো বেলুন ছবি বানরমুখ
টুসির হাসি দেখেই তখন আশিস জ্যেঠুর সুখ।

Comments