কবিতা- তুহিন কুমার চন্দ

 



লোকাল ট্রেনে


লোকাল ট্রেনে বসেই আছি একা
ঠিক তখনই ভয়ের সাথে দেখা,
চারদিকেতে জোনাক জ্বলে শুধু
ঘরবাড়ি নেই আঁধার করে ধূ ধূ।


টি.টি এসে বসলো আমার কাছে
বললো এসে টিকিট কাটা আছে?
অবাক হয়ে দেখছি বারেবারে
দেখবে টিকিট এমন অন্ধকারে? 


পকেট থেকে টিকিট টেনে আনি
দাম দিয়েছি একখানা চার আনি,
নামবো আমি জুম্বাগড়ের কাছে
নগদ টাকায় টিকিট কেনা আছে।


লোকটা হঠাৎ বলছে ভীষণ জোরে 
এ ট্রেন তো পৌঁছবে কালের ভোরে, 
ভুল করেছি অন্ধকারে চেপে
শুনেই লোকটা ভীষণ গেল ক্ষেপে।


জুম্বাগড়ের ট্রেন গিয়েছে ছেড়ে 
ভয়েই আমার টিক্কি গেছে বেড়ে,
নিশুত আকাশ ভয় দেখিয়ে আরো
রাতের ঘড়ি ঘন্টা দিচ্ছে বারো।


হঠাৎ আকাশ ঝিলিক দিলো যেই
ট্রেন দাঁড়িয়ে শ্মশান পাড়াতেই,
কখন যেন ঘুমিয়ে গেছি আমি
গায়ের জামায় কুকুর টানাটানি।


ঘুম ভেঙ্গেছে কবরখানার পাশে
আমায় দেখে মরার খুলি হাসে,
ট্রেনখানা নেই ভূতের ডেড়ায় আমি,
দৌড়ে পালাই নেইকো থামাথামি।


সেদিন থেকে হেঁটেই ফিরি রাতে,
টুকটাক সব থাকেই আমার সাথে,
রামায়ণটা কাঁধের ঝোলায় রেখে
এখন চলি হাওয়ায় এঁকেবেঁকে। 

Comments