কবিতা- সঞ্জয় মল্লিক


নিত্যপ্রয়োজনীয় দ্রব্য


এ ও সে বিলাসবহুল দ্রব্য
তোমায় ছায়ার মতো ঘিরে রাখে।
মশলার মতো রঙ মেখে
ছড়িয়ে দেয় রেসিপির গন্ধ।
পাঁচতারা হোটেলের রঙিন আলোয়
নিয়ম করে ভোগ করো।


অতিরিক্ত নুন ভেবে 
আমায় সরিয়ে রাখ ডিশের পাশে
চিবানো হাড়ের স্তূপে।
মশলারা বদলায়
অভাবে ছেড়ে যায়।
চেষ্টা করেও  আমায় ছাড়তে পার না!
মাটিতে পা পড়লেই আমায় খোঁজো।
তবুও কি আমায় বোঝ!


আমি নুনের মতোই 
অতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

Comments