কবিতা- পারমিতা চন্দ


শান্তি রক্ষা


আমার যে কবিতাগুলো তোমার বিরক্তির কারণ 
আমার যে উপমা গুলো তোমার  না পসন্দ
আমার যে লাইনগুলো তোমাকে জাগিয়ে মধ্যরাতে 
উপদ্রব করে, দুঃস্বপ্ন দেখায়, জোর করে
আমি সেই অপছন্দের, বিরক্তির কবিতা উপমা লাইন নির্বাসন দিয়ে বেঁধে ফেলেছি 
এখন তোমার ভরপুর নিরাপত্তা। নিরেট সুরক্ষা, শরীর হঠাৎ উষ্ণ হলে একটাও গাছের পাতা খসবে না।
তুমি নিশ্চিন্ত মনে এবার যেখানে খুশি সেখানে যেতে পারো। 
বসতে পারো কবিসভায়, লেকের ধারে
কেননা খবরের কাগজ তো ছেপেইছে---- অবাধ্য কবি, তার কবিতার মৃত্যুতে সকলে খুশি।
মনে করা হচ্ছে এবার শান্তি ফিরতে পারে শহর । 


Comments

  1. ভালো লাগল। তৃষ্ণা বাড়ল।

    ReplyDelete
  2. সুন্দর

    ReplyDelete

Post a Comment