রঙিলা দালানের মাটি - সুবীর সরকার

সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চল জুড়ে নিয়মিত চলছে কবিতাচর্চা। কবিতা নিয়ে প্রবল স্বপ্ন দেখা। বাংলা কবিতা লেখা হচ্ছে প্রান্তে প্রান্তে। অন্তর্জাল এবং মুদ্রিত পত্রিকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যেও কিছু ভালো আর সৎ কবিতার মুখোমুখি দাড়াতে পারছি আমরা। কত প্রানবন্ত নুতন কলম নুতন কবিতা লিখছেন। পাঠক হিসেবে আমি সমৃদ্ধ হচ্ছি। আমাদের এই উত্তর জনপদ জুড়েও অনেক তরুণতম কবি খুব নিবিড়তা নিয়ে লিখে চলেছেন বাংলা কবিতা। 

তেমনই কিছু কবিকে নিয়েই এই লেখা লিখছেন 

কবি সুবীর সরকার আজ পঞ্চদশ কিস্তি। 



বিশ্বজিৎ মহন্ত। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।

কুচবিহার জেলার আর্জি কাকরিবাড়ি গ্রামে তার বসবাস ও যাপন।

তরুণ এই কবির প্রথম প্রকাশিত বই_"প্রেম কি নিষ্পাপ?" সম্প্রতি হাতে তুলে দিয়েছিলেন কবি।

দুবার বইটি আমি পাঠ করলাম।

মুগ্ধ হলাম।বিশ্বজিৎ এর দেখা এবং দেখানো চমৎকার।

রয়েছে ভাষার ওপর দখল।

তার প্রেম,স্বপ্ন,আবেগ,নিজের চারপাশের পৃথিবী তার কবিতায় নিবিড়ভাবে উঠে এসেছে।




বিশ্বজিৎ লিখছেন_

"একটা ঝামেলামুক্ত জীবন চেয়েছি,

আমার আকাশে মেঘ চাইনি কখনো।

বেশ নিরাসক্ত জীবন কাটাচ্ছিলাম;

এরই মাঝে তুমি কালবৈশাখী হয়ে এলে।"

কিংবা_

"আরেকবার আস্তিক হলাম, বিশ্বাসে চোখ রেখে

ব্যাকরণ না জেনে বিশ্বাস উচ্চারণ করলাম।"

প্রথম বইতেই বিশ্বজিৎ তার স্বর অনেকটাই চিনিয়ে দিয়েছেন।

এই বইতে রয়েছে ৩০ টি শিরোনামহীন কবিতা।

বইটির প্রকাশক_"নেটফড়িং"।

তরুণ কবিদের বই পেলেই আমি আগ্রহের সঙ্গে পাঠ করি।

তারুণ্যের এই স্পর্শ একধরনের স্বর্গীয় আনন্দ ছড়িয়ে দেয়।

বিশ্বজিৎ মহন্ত আগামীতে অনেক লিখবেন এই চাই।

শুভেচ্ছা,ভালোবাসা জেন ভাই।

Comments