কবিতা- অভিজিৎ সেন


বাঁক    


শব্দেরা খোলস ফেলে হাতে তুলে নিচ্ছে
দিন বদলের লেখনিকে । সৃসিক্ষুর
চোখে মুখে শব্দহীন অভিব‍্যক্তি দিচ্ছে
এঁকে,সময়-বাঁকের কল্লোলিত স্বর--

লেখক লেখনী লেখ‍্যবস্তু তাই তো অবিনশ্বর ।

ভাবের কৃত্তিম বৃত্ত ভেঙ্গে পৌঁছে যেতে
চায় অকৃত্তিম শব্দচিত্রে । মননের
স্তরে স্তর‍ে নূতনের ইশারাতে  নিতে
চায় নির্বাক যাপন, বহুকোণী ঝড়--

পটুয়া তুলিকা প্রেক্ষাপট তাই তো ব‍্যক্ত-ঈশ্বর ।

পথ মত নদী জীবনের বাঁক--তুমি মেনে নাও
ভেসে যাবে ডুবে যাবে কালের নিগূঢ় পাতা ফাঁদে
তুমি  শব্দ মুখে ফুটে ওঠো শুধু শব্দ হয়ে
জলের মুকুরে তোমার প্রতিবিম্ব পাক্ অনাস্বাদিত ঘ্রাণ 
বাঁকের মুখেতে বসো, বাঁক হয়ে যাও,তোমার নিজস্ব চেতনায় ।

Comments