কবিতা- বাবলি সূত্রধর সাহা


ক্ষত

 

বেশ কিছু দিন হল 
দুঃস্বপ্নের ক্ষতটা উষ্ণ হয়ে উঠছে 
নিস্তরঙ্গ যাপন যা ছিল 
জলজ উদ্ভিদের মত 
সেটাও বায়বীয় হয়ে যাচ্ছে ক্রমশ
দ্বিচারিতার অভিমান চাঁদের আলোর মতো 
আলো ছড়িয়ে ক্ষয়ে যাচ্ছে অবিরত... 
আমার দরবেশ মন কলঙ্ক ছুঁয়ে 
বসত গড়ে তুলছে শুধুই শূন্যে 
আর মহাশূন্যে।

Comments