কবিতা- অমিত পন্ডিত


দাহ্য..


আগুন তো অসহ্য তরল এক প্রাণ
দাহ্যের সম্মোহোনী কেন তাকে করাও পান..
সে'তো  দেখি  ভয়ে ভীরু ভীরু কাঁপে..
কেঁপে কেঁপে ঢুকে যায় রক্ত-মাংসের সংলাপে..

প্রস্তাবিত দেহদুটি উন্মুখ নিঃশেষ হ'তে
শিখারা জড়িয়ে ধরে আলিঙ্গন দু-হাতে..

যে দেহ খেল সব আগুন
যে দেহ ভুগেছে অজস্র ফাগুনে
সেই কি মুক্তি পেল অন্তিম রঙ্গন সঙ্গমে...?

তবে কেন বৃথা দোষ তাকে
কেন তরল দীপক ডাকো বুকে
দাহ্যিয় সম্মোহনে কেন তাকে ফেল দুর্বিপাকে

সে`তো তরল এক, আদিম প্রাণ 
কেন তাকে ভালোবাসো অ্যাতো 
কেন তার কাছে আসার, জ্বলে-পুড়ে মরার আজন্ম টান.. ??

Comments

Post a Comment