কবিতা- মহুয়া



মা এবং পৃথিবী


রঙিন সুতোর একটা গোলা ছিল পুরনো দিনের জং ধরা বাক্সের ভেতর। অনেকটা ভূগোল বইয়ের পৃথিবীর মতো দেখতে। সেখান থেকে লাল নীল সবুজ হলুদ সুতো বের করে মা সেলাই করত কখনো গোলাপের ঝাড় পদ্মপুকুর, অভাবের সংসারে সেই ছিল একমাত্র আনন্দ। টেবিল বিছানা পর্দা সব জায়গায় ব্রহ্ম রূপ সেই উচ্ছ্বাস ছড়িয়ে থাকতো।


ঈশ্বরের দেখা পেতাম, এখন অনেক প্রাচুর্য আছে অভাব নেই। সেই ব্রহ্ম রুপী আনন্দও নেই। মা এব্যং পৃথিবী মস্ত বড় একটা শূন্য।

Comments

Post a Comment