কবিতা- মৃণালিনী


ভ্যালেন্টাইন এক্সপ্রেস

        

ইঙ্গিত মার্জিত হলে সৌজন্য ভুল বলে ওঠে
ছলকে ওঠা সব আপনাপন বসন্ত আলেয়া
নম্র কথায় দু'চোখ ভরে দেখে নিয়েছিল 
যে বোকা ছেলেটি তার চোখে ছিল 
                             ভালোবাসার সংকেত।
অথচ চুমু আর ভ্যালেন্টাইন-ডে বলে 
প্রেমের কোন শেডস্ ছিল না
একটি প্রতীক্ষার রাত ছিল
নেলপালিশ, ব্র্যান্ডেড লিপস্টিক, হেয়ার ক্লিপ
আঁচলের এলোমেলো ছোঁয়া ছিল। 


সব ভালোলাগা কৃতজ্ঞতা ভরা চিঠিতে জানিয়ে দিলে প্রেম প্রেম ভাব বুঝেছিল
                 যা ভালোবাসা পরিমাপের রুটম্যাপ 
আট থেকে আশি- সবার বোঝার একই পরিমাপ!
মেয়েটিও তাই বুঝেছে, আগামীকাল যেহেতু ভ্যালেন্টাইন ডে...


ভুল সংকেত নয়, সংকেত ভুল বুঝলেই অন্য রাস্তা  
যেখানে বসন্ত নামের মনপ্রদেশে 
                                ভ্যালেন্টাইন মরশুম
প্রেম না হলেও প্রপোজ করবে দুর্বোধ্য সংকেত
পরশুদিনের সংবাদপত্রে লেখা থাকবে
একটি ভালোবাসা ভরা বন্ধুত্ব 
ভ্যালেন্টাইন এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত।

Comments