দুটি কবিতা- বনশ্রী রায় দাস




হিমগিরি ও নাগা ফলস্  



দুটি চোখের মিলনে প্রত্যাশা 
ফিরে ফিরে আসে হামেশাই
তোমার শরীর প্রদিক্ষণ করে 
আমার চুল থেকে হৃদি-ফুল
অফুরন্ত তৃষ্ণা যেন মনিহারা ফনি ,
এ হৃদিমরুভূমি তবুও ছলাৎ ডাকে 
খুলে দেয় বুকের মুগ্ধ দ্রাঘিমা 
আকাশে ভাসায় বৈরাগ্য ধ্বনি ,
আহ্বান তার এতটাই সংবৃতঘন 
কম্পন বিদ্ধ হয় আমার মুখড়া 
সে তো হিমগিরি , তার বুকে
আছড়ে পড়া আমি তুচ্ছ ঝোরা।

 

****************

             


জীবন মরণ 

                                

বসন্ত ঋতুমোহে কি ছিল কুহু তানে 
পাতাঝরা পিচগলা মৃগনাভি জল ,
নিষাদে নয়নে বুঝি না গো সাঁই 
অগোচরে দগ্ধ করে সুরের তেহাই । 


যতবার চেয়েছ দিয়েছি ভাসিয়ে 
তিস্তার কোলে কালের নৌকাখানি,
হৃদিনেত্রে জীবন মরণ অকাতর 
মন পুড়িয়ে মেখেছি অঙ্গে কাব্য-আতর ।

Comments

  1. অপূর্ব!!!!!👌👌

    ReplyDelete
  2. বলার ভাষা হারিয়ে ফেলেছি,কি আসাধরন অনুভূতি ও আবেগের মেলবন্ধন।

    ReplyDelete

Post a Comment