কবিতা- রুমি নাহা মজুমদার



শুনতে পাচ্ছ?


এই যে আকাশে বাতাসে আজ হাহাকার 
ইউক্রেন তুমি বুঝে গেছো 
ভ্যাকুয়াম বোমার রেওয়াজ
পড়ুয়া ছাত্রের চাতক আর্তি
জল- জল- জল !
কেউ কোথ্থাও নেই ---
সব শুষে নেওয়া লুটে নেওয়া ধ্বংসাবশেষ 
এত তুমুলের মাঝেও
নীলকন্ঠ পাখি খোঁজে এক টুকরো আকাশ।
খারখভ ,কিয়েভের মাটি  ঝুড়ঝুড়ে
মৃত্যুপুরী যেন প্রহর গোনে 
পরতে পরতে রহস্য আর কুয়াশা ঘোর 
চক্রব্যূহ আর ভুলভুলাইয়া এক হয়ে যায়
বালি ঘড়িতে  আতঙ্ক  গড়ায়
কেবল দ্রাঘিমার সীমান্ত বেয়ে জেগে ওঠা ফুল 
চোখ মেলে সবুজ গালিচায় 
সে পাপড়িতে কবে ধরবে নূতন ভোরের রং 
জেলেনস্কি , তুমি বলতে পারো?

Comments