কবিতা- নবনীতা



একটি গাছ ও একটি প্রাণ 


এ যাবৎ
তুমি কাছে ,পাশে ,সাথে থেকে , 
কখনও না থেকেও
ছুঁয়ে ছিলে ...
তবে যেদিন তুমি 
শুধু তুমি থেকে সরে 
শিকড় বাকড় ছড়িয়ে 
একটা গাছ হতে চাইলে 
হাত পা মেলে আরো আরো 
অনেক কিছু আকঁড়ে ধরতে চাইলে 
ছুঁতে চাইলে আকাশ
ঠিক সেদিন থেকে 
তোমার পথ আগলে দাঁড়ানোর
আর কোনো কার্যকারণ রইল না ৷
এখন আমার ঘরে
দিন রাতের দেওয়াল ভেদ করে 
তোমার শেকড়ের টুকরো অংশ 
উঁকি দেয়  আর উঁকি দেয়
অন্য একটা পৃথিবী ৷ 
আমি তো মানুষ থেকে গেছি
গাছ হতে পারিনি 
তাই বেশ বুঝেছি 
আমাদের চাওয়া পাওয়া 
দেখা অদেখা 
জানা অজানা 
এই শেষ 
এখানেই শেষ 
এভাবেই শেষ ...


কি জানি হয়ত বা 
আরও কয়েকটা জন্ম পার করে
তুমি একদিন আমার মতো মানুষ হতে চাইবে 
আর আমি তোমার মতো একটি গাছ ....

Comments