কবিতা- দোলনচাঁপা



ফিনিক্সের চোখে


ঘষা কাঁচে আমৃত্যু স্বপ্নের আঁকিবুঁকি
মহাকালের নীরবতা ঊর্ণনাভ তন্তুতে,
শ্রান্ত গোধূলির উঠোনে ঊষার আলপনা 
মিলিয়ে যায় ফিনিক্সের ডানার ঝাপটে।


পর্বতের বুকের পাঁজরে জমাট রক্তে
কখনো ঘনীভূত হয় তীর্যকের হাসি...
সেকি শুধুই বদলা নাকি ঘাত প্রতিঘাতে
বাজে মহামিলনের অধরা দুঃখের বাঁশি?


পৃথিবীর শরীর জুড়ে অমানিশার ভ্রুকুটি
সময়ের কিনারে এসেও মানে পরাজয়,
প্রত্যয় আর বিশ্বাসে মেলে আখি দুটি
শশীকলার আলতো চুম্বনে প্রেমিকের জয়!


দুঃখের অনলে শুদ্ধ হবে অন্ত:সলিলা
নির্ঝরিনি খুঁজে পাবে  নিজ গতিপথ,
সাঙ্গ হবে না অনাদি অনন্ত কালের লীলা
ফিনিক্সের চোখে উড়বে স্বপ্নের বিজয় রথ।

Comments

Post a Comment