কবিতা- হুমায়ূন কবীর ঢালী



বোশেখের গান


চৈত্র শেষে বোশেখ আসে
পুকুর জলে পদ্ম ভাসে
আম কাঁঠালের গন্ধে ভাসে
খোকাখুকুর মন।


নেচে ওঠে মেঘের বাড়ি
পাখ-পাখালি হাওয়ার শাড়ি
দূরের সবুজ বন।


বোশেখ আসে বটের মেলায়
বাউল গানে অস্তবেলায়
ছুটোছুটি খুশির ভেলায়
ভাসছে সারাক্ষণ।


বোশেখ মাসেই কাল বোশেখি
ধুলোয় ওড়ে পাতার বাঁশি
স্বপ্ন হারায় যত্নে গড়া
সাতটি রাজার ধন।

Comments