কবিতা- রঞ্জনা রায়

 



মন ছোটে অজানায়

 

সম্পর্কের  মাঝে ধুলো জমে
চন্দন কাঠ জীর্ণ  হয় 
দুটো শালিকের অবান্তর কিচিমিচি ।
মন দেওয়া নেওয়ার নৌকাটি টলমল
বানে ভেসে যায় উত্তাল রাতবাসর 
সহজিয়া মৃদুল খেলায় চাপা দীর্ঘশ্বাস 
একাকী তারা কাঁদে অজানা অন্ধকার। 
দুদিনের এক্কাদোক্কা, দুদিনের মনস্তাপ
পায়রার সাদা ডানায় মেঘের অঙ্গীকার।
তোমাকে পাবো বলে গড়েছি বালিঘর
জ্যোৎস্নার টিপছাপে ওঠে যে শুধুই ঝড়।
তার ছেঁড়া দোতারায় সুরগুলি থমকায়
মন আজ নিরুপায় -
মন ছোটে অজানায়!

Comments