কবিতা- অরুণ চক্রবর্তী



কথার টুপি 



ঢোল বাজিয়ে গোলকবাবু মাতান পাড়া রোজ
কোথায় মেলে রঙীন টুপি দেন তার খোঁজ
মদনপুরের মানুষসব তিনশো বছর আগে
ছেড়েছিল নিজের দেশ রাজার উপর রাগে
সেখানে রাজার হুকুম ছিল মাথায় চুল রাখা
টুপি পরা নিষেধ ছিল, রাজার হুকুম পাকা
মদনপুরে প্রথা ছিল মাথায় রঙীন টুপি রেখে
করতে হবে দিনের কাজ ভোরের সূর্য দেখে
তাতে তারা সুখেই ছিল জনশ্রুতি বলে
এসব হঠাত বদলে গেল রাজার হুকুমবলে
তখন সবাই ভীষণ রাগে ছেড়ে নিজের দেশ
মদনপুরেই বসত গেড়ে থাকতে লাগলো বেশ
গোলকবাবুই নতুন জায়গায় আশাভরসার স্থল
সুখেদুখে তিনিই তাদের বাড়ান মনোবল
আবার শুরু টুপি পরা নতুন জায়গায় এসে
মুক্ত জীবন পেল তারা,মাতলো আনন্দে ভেসে


টুপি পরলে এখন আমায় দেয় অনেকে গালি
এমন অনেক দুষ্টু আছে মাথায় দেয় কালি
তবু শুনি না কারও কথা টুপি মাথায় থাকে
কথার টুপি পরতে হয় স্রোতের ঘূর্ণিপাকে।

Comments