কবিতা- সোমা নায়ক



তুমি ফিরে এসো 


তার অধিকারে বাউল বিবাগী সুর,
আমি সংসারী, মায়ার আঁচলে বাঁধা-
জীবনের পথ অমসৃণ; যেন কুয়াশা!
সময়ের ফেরে, মন জমিনও যেন ধাঁধা।


ছুটে যেতে চাওয়া উদাসীন মনা মেয়ে,
তার অভিমানী চোখে বৃষ্টি রঙের উপটান।
ও বাউল, তোমার আকুল আহ্বান শুনে,
আমি হারাই দিশা, হৃদয়টা হয় খানখান।


বিকেলের বাঁকে ভেসে আসা সুরে বুঝি,
বিরহী বাউল রেখে গেছে কিছু অনুতাপ!
কেবল সূর্য ডুবলে গার্হস্থ্য জীবনে তাকালে,
দেখি; বাসাহীন কেউ এঁকে গেছে কত জলছাপ!


কংসাবতীর কিনারে খুঁজেছি যে মন,
সে মন বেঁধেছে অন্য পাড়ায় আজ বাসা,
ও বাউল, তোমার ওই ভবঘুরে আটচালায়
আমি রেখে যাব কিছু জমানো ভালোবাসা।


তুমি রুক্ষ শরীরে খুঁজে নাও বিরহী ছোঁয়া,
এখন রোদেলার তাপে হৃদিতে দারুণ দহন,
যদি তুমি ফিরে আসো ভাটিয়ালি সুর সাথে
জানি হবেই হবে প্রেমের প্রবল প্লাবন!

Comments