কবিতা- রিমি দে



ছায়াবাগান                   


কোন স্পর্শ নেই আর


আসন্ন বৈশাখের গায়ে লেপ্টে আছে অভিমান
মিতকথনের মাঝেও পরিমিত সুর
পৃথিবীগাছের ডালে দোল খাওয়া নতমুখী  ছায়া
বৃত্ত ভেঙেচুরে সরে আসে স্রোতস্বিনী
কেউ কি ঘুম ভাঙাবে বলে কথা দিয়েছিল
শরীর খুঁড়ে খুঁজে খুঁজে আনছি মেঘ
মাটির উপর মাটি চেপে ধরলেও
অদম‍্য স্পৃহাগুলোর কাছে হার মেনে
অবনত হচ্ছি নীল অবসান
দ্বিধা  হচ্ছি             ত্রিধা হচ্ছি


নীল ছায়ার কাছে জমা হচ্ছি  একটু একটু করে

Comments

Post a Comment