কবিতা- অঞ্জনা মুখার্জী (ভট্টাচার্য্য)



বোশেখ মানেই


বোশেখ মানেই সূর্যস্নাত 
একটা আকাশ তোর
বোশেখ মানেই  রামধনুর রং
একটা নতুন ভোর ,
বোশেখ মানেই হারিয়ে আবার
 নতুন করে পাওয়া
 না পাওয়া সেই স্বপ্নগুলো 
নতুন করে চাওয়া,


বোশেখ মানেই আকাশ কালো 
মেঘের গুরু গুরু 
হৃদয় জুড়ে বৈশাখী ঝড় 
ভাঙ্গন হল শুরু।


বোশেখ মানেই চোখ জুড়ে তোর 
মেঘের পরে রোদ 
রোদ আলোকেই উঠুক ভরে
 শুভ মঙ্গল বোধ ,
বোশেখ মানেই চৈত্র বিদায় 
এল নতুনের ডাক 
পুরনো যা কিছু জীর্ন দীর্ন 
মুছে যাক মুছে যাক।

Comments