কবিতা - নাদিরা


হ্যালুসিনেশন


তোমার হাসিখেলার জগতে এইসব ক্লান্তিকর ধ্যানমগ্নতার কোনো স্থান নেই, 
তুমি ক্ষত গুনতে শিখেছো ; তাই ছুঁয়ে দেখছো রক্ত কাঁচা কিনা। 


চিরন্তন গাঢ় সম্পর্কের পাশেই থাকে নীরব ধূসর ছায়া, 
সেসব শূণ্যতা তোমায় ছোঁয় না;
কারন তুমি আগে থেকেই শূণ্য হয়ে এসেছিলে। 
আমিই পাশে বারবার সংখ্যা বসিয়ে বৃথা চেষ্টায় রত ছিলাম.... 


আমার পেট ধমনী চুল নখ বেয়ে নামছে প্রত্যাখানের তীক্ষ্ণ বুদবুদ.... 
তোমার এসবে যায় আসেনা! 
আসলে আমরা যাকে অমূল্য ভাবি... 
সেই দুবেলা চোখ তুলে কটাক্ষ করে " চলে যাই? যাব? "....

Comments