অনুবাদ কবিতা - শ্যামলী সেনগুপ্ত


চিঠি

মূল ওডিআ কবিতা : পদ্মজা শরণ


অনুসৃজন  : শ্যামলী সেনগুপ্ত 


ফাল্গুনী সন্ধ্যায়

সুশীলের চিঠি আসে..
আর সূর্যোদয় হবে না
বলেছিল যারা
সেসব সন্ধ্যা সারি বেঁধে
ফিরে আসে


গামছায় গিঁট দেওয়া 
অনেক অন্ধকার আর
অজস্র অশ্রুর 
ভার বয়ে বয়ে
আরও বুড়ো হয়ে যায়
স্বপ্নহারানো এক বৃদ্ধ 


সুশীলের মনে আছে
পেছনের বাগানের 
সজনে-ডালের বেনেবউটিকে 
আর জানালার ওপারে
এক টুকরো সন্ধের আকাশের 
ক্রমশ অন্ধকারে গাঢ় হয়ে যাওয়া..


সুশীলের চিঠিতেও 
অনেক অন্ধকারের ভিতর 
লুকিয়ে আছে কত যে
গল্প আর কবিতা...
এখনও খুলিনি,ভয়ে


কেই বা 
চিঠি লেখে আজকাল...
সুশীল  অন্ধকার ভুগেছে
বলে বিশ্বাস করতেই
এক ফালি চাঁদের আলো
সজনে গাছ থেকে 
জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ল 


ভেতর থেকে কেউ বললো
কাল সকালে বেনেবউটি আসবে
শুভ লক্ষণ নিয়ে
আমি সকল আশা কুড়িয়ে এনে
গিঁট বাধলাম আঁচল-খুঁটে...


কে আসবে
জানি না
শুধু জানি,
সুশীল আসবেই...

Comments

  1. বাহ্... সুন্দর কবিতার সুন্দর অনুবাদ ।

    ReplyDelete

Post a Comment