কবিতা - তাপসী লাহা


যাওয়ার বেলায়


চলে যেতে হয় পুরোনো  পথ ছেড়ে 
নিজেকে মনে হয় আস্ত মূর্খ
আগে আর পিছে, উপরে বা নীচে
খিঁচটান সবদিক  থেকেই তুলবে, ছুড়বে  জুড়বে, ছিঁড়বে।
সোজাও হবে বা বাঁকবে।
তোমারও হাতের লেখায় প্যাচের মাত্রা সাথে
পক্ককেশ একগোছা  
চাবিজোড়ার ভার
বেমালুম ভুলে যাওয়ারা
তড়িঘড়ি, রোজনামচা, ক্ষিদামন্দ, পাঁচটা ভুল,
হঠাৎ অস্থির হয়ে পড়ারা 
কেনার বাই ও না পাওয়ারা
সূর্যের আলো পৃথিবীর বুকে পড়ার মাঝে ঐ আট মিনিট সময়টুকু
আমরা ঝালিয়ে নিচ্ছি  প্রাক অন্ধকারের ভুলোক্রম।

Comments