কবিতা - সাকিল মাসুদ

 

তাতে কার কী আসে যায়?

 

কত মানুষই তো পৌষালি শীতের রাতে
চট মুড়িয়ে পড়ে থাকে রাস্তায়
বেওয়ারিশ কুকুরের মতো
মলিন আলো জ্বালানো নিঃসঙ্গ সোডিয়াম লাইটের মতো
তাতে কার কী আসে যায় ?
কত মানুষই তো অপমৃত্যুর পর
ব্যস্ত নগরীর কোলাহলের ভেতর 
চৌবাচ্চার চে ছোটো হীম ঘরের ড্রয়ারে
বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে থাকে
তাতে কার কী আসে যায় ?
কত মানুষই তো মানুষ ঠকিয়ে খাচ্ছে
কত নেতারা কথা দিয়ে ভুলে যাচ্ছে
জনতার চাল চুরি করে খাচ্ছে
ঢোকঢোক করে গিলছে রক্ত ঘাম
তাতে কার কী আসে যায় ?
বিশাল পৃথিবীর ওপর ক্ষুদ্র একখণ্ড দেশ
তার ভেতর আঠারো কোটি মানুষ
বালিকণার মতো তুচ্ছ একজন 
তার বুকে নানান রকম শোক পরিতাপ 
তাতে কার কী আসে যায় ?
তার বর্ণিল মনাকাশ শূন্যতার গ্রাসে হারিয়ে গেলে 
নরকের কালো মেঘে ছেয়ে গেলে 
দমে দমে সাইক্লোনের তীব্র আঘাতে ভেঙে গেলে
বুকের সমুদ্রে কান্নার ঢেউ আছড়ে পড়লে
তাতে কার কী আসে যায় ?
কার কী এমন আসে যায়-
তাকে ভালোবেসে
নিভে যাওয়া দেয়াশলাইয়ের কাঠির মতো ছুঁড়ে দিলে...

Comments