কবিতা - দেবশ্রী রায়




দেয়াল লিখন



যতভাবেই জীবনের কথা লিখি না কেন
যুদ্ধ বা জয়ের কথা
একটি গোল যতিচিহ্ন দিয়ে থেমে যায় 
যার শুরু কিংবা শেষ জানা যায় না।
তাইতো আবারও লিখে যাই
আজীবনের গোপনীয়তা নিয়ে
নির্ভার বেঁচে থাকার কথা,
কতগুলো অক্ষর ছাড়া আমার কোনও পড়শি নেই
কোনও শ্লোক নেই আমার কিছু নিরুচ্চার শব্দ ছাড়া 
তাইতো নিরাভরণ নির্ভরতাটুকু রেখে 
লিখে রাখি যত ভ্রমণ-কথা 
নির্জনে নিঃস্ব হয়ে যাবার কথা,
না, কাউকে উদ্দেশ্য করে নয়
শুধু এইটুকু ভেবে,
আমার চলে যাবার মুহুর্তটিতে এ যেন একটিবার
পাখির শিসের মতো গান হয়ে বেজে ওঠে।

Comments