কবিতা - সৈকত সেন


ঝিনুক


চলতে চলতে যে ঝিনুক খুঁজে পাই
তার ভেতরেও শুভ্রতার বদলে 
অন্ধকার থাকে
অথবা আলোর বদলে অতল সমুদ্র
জলজ বৃক্ষমূলের নীচে যেমন  
মাছেরা সাঁতার ভুলে খুঁজে নেয় 
স্রোতের বিপরীতমুখী আশ্রয়,
নিমজ্জিত জাহাজের সুসজ্জিত মাস্তুল
উঁকি দেয় চেনা চোখের আড়ালে
দৃষ্টির মধ্যে ঢুকে পড়ে মৌনতার নোনাজল
আর ঈষত হাসির মধ্যেই ঝুলে থাকে
কিছু যুক্তি ও জীবনের জটিল দর্শন।


যে মানুষ ঝড়ে ভেঙে গেছে বিলক্ষণ 
সেও জেনেছে,
দুঃখ সুখ জীবনের অমল প্রকাশ।

Comments

  1. সুব্রত ভট্টাচার্যMarch 3, 2023 at 9:31 PM

    ভালো লাগলো l শুভেচ্ছা l

    ReplyDelete

Post a Comment