কবিতা - অঞ্জনা মুখার্জী ভট্টাচার্য্য


বন পলাশী


বন ফাগুনে মাতলো কি মন 
পল্লী বালিকা 
কার লাগি তুই ফুল কুড়োলী
গাঁথলি মালিকা।
ও মেয়ে তুই পলাশ পলাশ
ঠোঁট দুটি তোর লাল
আবির রঙে রাঙিয়ে দিলি
আজ বসন্তকাল।


ও মেয়ে তোর সুরের ছোঁয়ায়
 হৃদয় টলমল 
তোর সুরে যে চৈত্র বাতাস
 পাহাড় ঝর্ণা জল।
তোর খোপায় গোজা শিমুল ফুলে 
লাগালো কি নেশা।
খুঁজতে খুঁজতে খুঁজেই মরি 
খোঁজারই অন্বেষা।


তোর আলতা রাঙা পা দুখানি 
ভীষণ পরিপাটি।
যে দিকে তুই পা বাড়ালি 
 সেই পথেতেই হাঁটি।


তোর হলুদ সবুজ নীল
 আমি হবই শঙ্খচিল
তোর গোধূলি সন্ধ্যায়
 আমি রঙ মাখাবো গায়
আমাদের রঙিলা পাখনায়,
তোর কৃষ্ণচূড়া বেশ
আমায় করেছে আবেশ ।

Comments