কবিতা - অরুণ চক্রবর্তী


সাতপুরুষের জেলাতে


শিশুরা সব খেলছে মাঠে মনে খুশির হাসি
শীতের শেষে বিকেলবেলা একটু ঘুরে আসি
হিমেল হাওয়া নেই তো আর আকাশ বেশ নীল
অস্তগামী সূর্যের আভায় সেজেছে গ্রামের ঝিল।


মধুপুর গ্রামটা বেশ সাজানো যেন নিখুঁত ছবি
এখানেতেই জন্মেছিলেন ফকির বাউল কবি
অনেকদিন আগের কথা শুনেছি সবার মুখে
ফকির বাউলের কথায় জাগতো আশা বুকে।


শহর থেকে দূরে নয়,মুক্ত মনের মানুষ যারা
ফকির বাউলের গানের সুরে হতো মাতোয়ারা 
জ্ঞানের আলো জ্বলেছে এখানে বহু বছর আগে
এখনো সব হয়নি যে মলিন নিষ্ঠুর দেশভাগে।


দাদুর কাছেই শুনেছিলাম মধুপুর গ্রামের গল্প
বয়স বাড়লে স্মৃতিকোঠায় জমা থাকে যে অল্প
সেখানে এসেছি আজ হিসেব কিছু মেলাতে
অবিকল আছে বহুকিছু সাতপুরুষের জেলাতে।

Comments