কবিতা - অনৈতা রক্ষিত


জন্ম ও নীল জল


বোয়াল মাছের হা কিনতে জমি দরকার
তরমুজ ক্ষেত পেরিয়ে তিন ইঞ্চি জমি
ঠিক যতটা জমি অন্ধত্ব আগলে বাঁচে


শুকনো ঠোঁটের চামড়ায় তির ধনুক জন্মালে
ফেরিওয়ালারা তাকে জন্মান্তর বলে।


দায়বদ্ধতা, পালং শাকের শরীর, কুলের কাঁটা
খিদে মেটাতে ব্যর্থ!

Comments