কবিতা - মহুয়া



কাগজ ফুল


ওপরে ওপরে মায়া পড়ে সেটা বোঝার পর কি অনাদর।
অনেকটা পথ পেরিয়ে বুঝলাম আসলে তো কোন পরিক্রমা হয়নি। শুধু কিছু হোঁচট লেগে আছে গোড়ালিতে।
নাকফুল থেকে যেটুকু দূতী ছড়িয়ে ছিল তা আজ ধুলোপথ। কিছু সম্পর্কের ভেতর কি ভীষণ অপেক্ষা জমে আছে। সিলেবাস থেকে বেছে বেছে পড়ে নিয়েছো প্রয়োজনীয় টুকু তার বাইরে আর চোখের দৃষ্টি নেই বহুকাল। পরিব্রাজক মন সারাক্ষণ ভ্রমণের পরও ক্লান্ত হয় না। সময় শুধু ফিরে আসে না কাগজ ফুল জীবনে।

Comments