কবিতা - সুব্রত দেবনাথ



সাদা জলে কালো রঙ 


লীনতাপের সংজ্ঞা ধরে
উষ্ণতার পরিবর্তন না করে 
অবস্থান অনুযায়ী নিজেকে পরিবর্তন করি
কখনো জলে দ্রবীভূত হয়ে অন্য রঙ ধারণ করি
আবার কখনো অন্য রঙ থেকে বাষ্পীভূত হয়ে যাই


পুকুরের জল আজকাল আর কেউ পান করে না
তাই সে নর্দমায় পরিণত হয়েছে 
অথবা বালি চাপা দিয়ে ভরাট করা হয়েছে।
ওর জীব বৈচিত্র্য আজ বিপন্ন
ও খবর কেউ রাখে না 


সকলেই সাদা জলে কালো রঙ মেশাতে ব্যস্ত

Comments

Post a Comment