কবিতা - সাম্য রাইয়ান


নৈশসঙ্গী


আলোগুলো লাল আর নীল
                     —টলমল করে


চারটে লোকের ভারে কেঁপে ওঠে
ইঞ্জিনের ঘোড়া৷
টগবগিয়ে
কেঁপে কেঁপে ওঠে সমূহ পথের দিশা…
নেমে যাই


এই রাস্তা চলে গেছে
অধিকতর নিঃসঙ্গতার দিকে৷
পুরনো শহরে বয়সী শামুক, হেঁটে যায়
অক্ষয়দাস লেন পেরিয়ে—


পকেটে মুদ্রা নাচে৷
গলির মুখে নাচে পুলিশের গাড়ি৷


বেদনাহত কোকের বোতল ছুঁয়ে
নৈশ বন্ধুর সাথে ট্রাফিক পেরিয়ে হাঁটি৷
অদেখা প্রতিবেশিনীর নিঃশ্বাস কাঁধে
টের পাই, আমরা তখন মেঘের ছায়ায়
অন্ধকার, বৃষ্টিহীন গ্র্যাণ্ড এরিয়ায়!

Comments

  1. বাহ, 'পকেটে মুদ্রা নাচে, গলির মুখে নাকে পুলিশের গাড়ি '!

    ReplyDelete
  2. অসীম সুন্দরতা ছুঁয়ে গ্যালো...

    ReplyDelete
  3. জয়ন্ত রায়February 7, 2023 at 6:45 PM

    গলির মুখে নাচে পুলিশের গাড়ি! সেলুট ভাই৷ কী পংক্তি উফ্

    ReplyDelete

Post a Comment