কবিতা - পরাগ মিত্র



সাংসারিক


মা'র অস্থির সাথে নিহিত শোকের ডালাও মিশে
 যায় অনিবার্য বিস্মরণে।গর্জন তেল রাঙা
 বিকেলের আভরণে বিমর্ষ আবেশ; মৃত্যু তারও
 হবে কালপুরুষের নিষাদ দিনে।

জমির ধান, সম্ভ্রমের পেনশন, ইজি চেয়ারের
 বাজখাঁই বাবা মিথোজীবি হয়ে যাবেন- ব্যাটনের
 বদল হলে।

অথচ খকখকে ধোঁয়া-উনুন, ঘুঁটে মাখা দুপুর,
 আর বড়'টা ফেরে নি বলে বিনিদ্র উচাটন, শুধু
 এইটুকু নেই বলে কড়িকাঠেদের সাথে চড়ুইয়ের
 আড়ি।

ঠিকরে যাব আমরাও স্বখাত কন্দরে, আঙিনায়
 আমিনের শেকড়-চ্যুতি দাগ। কোজাগরী
 শঙ্খহীন।

অন্যমনস্ক তুলসীতলায় নিশিডাকের শিহরণ,
বুড়ো কাক খুঁটে রাখে সময়ের ঋণ। 

Comments