কবিতা - চন্দ্রাবলী মুখোপাধ্যায়


আমার 'সে'


কে যেন আঁকড়ে নিল আমায়,
চোখে চোখ পড়তেই ছোঁয়া লাগে


তার কথাই আজ বলছি...রূপকথা


গোলাপ ফোটার মতো তার আলতো হাসি, 
মেঘময় ঠোঁট কপাল ছুঁয়ে
উপহার দেয় অলৌকিক ক্ষণ,
চন্দন, চন্দন।
পুণ্যে ভ'রে ওঠে স্নাত শরীর।


তাকে ঘিরে থাকে সুতনুকা হাওয়া,
গায়ে টোকা দিলে ঝরে পড়ে প্রেমের আদিরস, 
দু'চোখে স্বপ্ন-লতা, 
সে দৃষ্টিতে গলে শরীর, 
ইচ্ছেগুলো লাগাম ছাড়ে।


তার গোপন যাত্রায় 
আমার সারা শরীরে পাখিগুলো ডানা ঝাপটায়,
শাড়ির আঁচলে লেপ্টে যায় 
অতি ব্যক্তিগত আদুরে সুবাস।


বুকের মধ্যে লুকিয়ে রেখেছি,
আমার চোরা চাহনি, তার পেলব ছোঁয়া
তোলপাড় করা যতো সারিবদ্ধ ঢেউ...


'ওর' কোরকে, কোমলে ডুব দিতে দিতে
ঈশ্বর দেখতে পাই...

Comments