কবিতা - দেবাশিস ভট্টাচার্য



হাইফেন সংঘাত 


অক্ষর বুঝে নেয় ক্রোধের স্বরগ্রাম 
ছায়াপথে কিছু মানুষের গোপন সংলাপ 
একটি সরলরেখায় বহুবাদী ধর্ম সংকট


 তারপর হাইফেন সংঘাত 


বন্ধনীচিহ্নে ঢুকে যায় বেওয়ারিশ সব পাপ 
ধূপ ও আতর ছড়ায় কবিতার শব্দবন্ধ 


পেছনের শববাহী ডোম কাঁধ বদলায়!

Comments