কবিতা - আদিত্য প্রত্যূষ



জানতে হলে


একপা জলে রেখে
ধার্মিক জরিপ করছেন সংশয় 

মৃত্যু ও জীবন অনিবার্য ~

চারিদিকে অসহায় ফুলের সৌরভ 
কাঁটাতারের অলংকার ~

কিছুটা ঘাসের মতোই সবুজ ইচ্ছের হাতঘড়ি 
বিবর্ণতা তাড়ায়

একটা কাঠপেনসিল আর রাবারের 
যৌন আচরণ কাগজের নৌকোয়

যন্ত্রের ভেতর উল্টানো মন্ত্রের কলশ 

উন্মুক্ত আবরুর আকাশ ~

ভাঙতে ভাঙতে ইচ্ছের বহুবর্ণ 
ডা~ না~ য়~

ভাষারা দ্বন্দ্বহীন নেশায় 
কাতর জোস্নাকে 
খুন করে বন্দী করছে খাঁচায়

আকাশ রিমঝিম
নেশা~ 
এসব গল্পের গাঁজায়
প্রত্যেকটি অক্ষর গড়িয়ে দিস চাকায়

এভাবেই গজিয়ে ওঠে 
সংশ্রব প্রসব ব্যথায়

রুদ্র আলো
যত্নের আগুন মাতে বিভায়

নীল না লাল জানতে
প্রশ্নেরা আলোর পলক ফেলছে পাতায় ~

Comments

Post a Comment