কবিতা - বিদ্যুৎ রাজগুরু


তুমি উর্বর তুমি নারী

 

কিছু কথা বলা কঠিন
কিছু কথা নিম
তবুও তোমাকে ছুঁয়েছি আকাশ তারায় 
ঘন কালো রাতে,
কল্পনায় এঁকেছি সারা রাত
ভালোবাসায় হয়েছি হিম
কুয়াশাময় পথের কিনারে দাঁড়িয়ে 
একাকী অপেক্ষায়,
তোমাকে পড়েছি 
নির্মেদ ঠোঁটের ভাষায়।
বাউল বেলায় আমি নদীময়,
তুমি উর্বর তুমি নারী
শস্যের ঘন সরস বুকের মতো 
তুমি সংসারী।

Comments