কবিতা - চন্দ্রাবলী মুখোপাধ্যায়



লেখালেখি ছেড়ে দিলাম 


কবিতা লেখার ইচ্ছেটা আর নেই।


একি মৃত্যু? নাকি মুহূর্ত?


আজকাল নিরিবিলি ঘুমিয়ে থাকি,
শান্তি নেই,অশান্তিও না।
হিমেল হাওয়ার পিঠে চেপে আসে 
নিঃসঙ্গতা


এমনি এলিয়ে থাকা,
মনে পড়ে সেই সময়গুলো,
যখন, দিন রাত্তিরের ফাঁকফোকরে গলে যেতো---নীলাভ স্বপ্ন।


এখন শুধু , নিরালায় স্মৃতির জাবর কাটা
পুরোনো জল জমতে থাকে চোখের কোণে।


কোনো এক আল-টপকা উপচে পড়া টান...
কী যেন সব কথা তার! 
ব্যথাতুর বড়ো, বলা হলো না,
খামোখা বাকি রয়ে গেলো।


খাতা-পেনসিল নয়,
ইদানিং আঙুলগুলো সম্পর্ক খোঁজে।


লিখতে-টিখতে ইচ্ছে করে না আর...

Comments