কবিতা - রমজান সরকার




সমবাহু ত্রিভুজ

 

তিন কোণের মাটির উনুন
ধরে বসে থাকি মা-বাবা এবং আমি


আমনেও শূন্য ধানের গোলা
রেশনের চাল,আটাও এখন পাই না 


তাই তোমার দেওয়া কষ্ট গুলোকে
হাড়িতে সেদ্ধ করে তিনমূর্তি বেঁচে আছি 


খাওয়া শেষ করে আমরা তৃপ্তির ঢেঁকুর তুলি


তারপর অশ্রুজলে
নিভিয়ে দিই সমবাহু ত্রিভুজের আগুন

Comments