অনুগল্প - ধুমিতা চক্রবর্তী


হরিশের বিষাদ


হরিশ  প্রতিদিন  তার বাহন টোটো গ্যারেজ করে ব্যাটারি ট্যাটারি সেট করে ঘুমাতে যায়। সেদিন সকালে বেরোতে গিয়ে  দেখে সুইচ টা আর অন করেনি। মানে দিনের ব্যাবসা শেষ!  

পকেটে পড়ে থাকা দশের কয়েনটি নিয়ে ন্যাপার দোকানে দারু গিলে এসে ভাতের জল বসিয়ে  আলু সেদ্ধ দেয়।  

নেশা নেশা ঘুমের চটকা ভেঙে দৌড়ে ভাত নামাতে গিয়ে দেখে চাল দিতে ভুলে  গেছে।

এই ভুলক্কর হরিশ কিন্তু  হ্যামিলটনগঞ্জের কালীপুজোর মেলা ভোলেনা! কারণ সে নাগরদোলা চড়তে খুব ভালোবাসে। প্রতি ঘূর্ণিপাকে একবার  করে আকাশের কাছে পৌঁছে যায়। 

একদিন ঠিক  আকাশটা ছুঁয়ে ফেলবে এই তার নিবিড়  বিশ্বাস।

Comments

  1. অণুগল্প 'হরিশের বিষাদ' ভালো লেগেছে। তবে নামকরন হরশের বিশ্বাস হ'লে ভালো হোত। - আশিস ধর।

    ReplyDelete

Post a Comment