কবিতা - বর্ণজিৎ বর্মন



যেকোনো দিকেই 

 

প্রতিটি অক্ষরে লেগে থাকে ব্রহ্মাণ্ডের ছাপ।
 সবাই দেখতে পায় না 
কেউ কেউ দেখতে পায় ;
যেমন প্রতিটি বিন্দু থেকে বেরিয়ে আসে
 যেকোনো চিত্রকল্পের মুহূর্ত 
শিঙিমারী বয়ে যায় পরমানন্দে


তুমি যেতে পারো ;
যে কোন দিকেই যেতে পারো।


 কিংবা 
একটু হাঁটতে পারো পথিকের সঙ্গে 
শ্মশানের দিকে, এখনো যাওয়ার সময় হয়নি।


 আর একটু তছনছ করে দাও 
আর একটু সাবেক ধাঁধা ভেঙে মঞ্চ বানিয়ে যাও

Comments