কবিতা - খুকু ভূঞ্যা


কোথাও যাওয়ার ছিল



কতদিন আমি রাতের কথা লিখিনি
মেঘ জড়িয়ে থাকা তারার কথা
শিশিরে ভিজে যাওয়া ঘাসের কথা
লেখা হয়না নিশুতি রাতে বাঁশ পাতার দুঃখ
ঝোপে লুকিয়ে পড়ে চাঁদ অভিমানে



শুধু সংসারী মেয়েটির কথা ভাবি, নাবালিকা বধূ
ঠিকঠাক খায় তো, ঘুমায় --
হাসে তো আকাশের দিকে তাকিয়ে
সামনে বয়ে যাওয়া নদীটিকে দেখতে দেখতে  মনে হয় কি
তার কিছু হওয়ার ছিল, কোথাও যাওয়ার ছিল
অনেক কাজ বাকি ছিল
অনেক পথ হাঁটার



আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলিনি এই নে আগুন খা
সাঁতার শেখাইনি
লড়াই আত্মরক্ষা কিংবা --
বুকের একপাশে পক্ষাঘাত হতে বুঝলাম
আমার মৃতদেহ পড়ে আছে চৌরাস্তার মোড়ে
পাশ কাটিয়ে চলে যাচ্ছে সময়

Comments