কবিতা - স্মৃতিজিৎ


সংকেত


আমি বাড়ি থেকে বের হয়ে এগিয়ে গেলাম রাস্তায়
রাস্তা হয়ে গেল আজব চিড়িয়াখানা


দেখলাম একটা নদী উঠে এসেছে আমার উঠোনে
আর খেকশেয়ালের পাশে নির্বিঘ্নে খেলছে রাজহাঁস
আমি হাঁসগুলোকে সাবধান করতে চাইছি, 
তারা শুনছে না


একটি ঘুপচি ঘরে তাস খেলছে চারটি লোক
পাশে একটি হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে 
লোকগুলো আমার দিকে তাকাচ্ছেই না
ওদেরও কিছু বলার ছিল আমার 


আমার সন্দেহ হচ্ছে এই সব আজব কাণ্ড দেখে 
আমি পেছন ফিরে তাকাতেই দেখি 
রাস্তাটা অপরিচিত জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে
নদীটা ক্রমেই সমুদ্র 
শেয়ালটা ক্রমশ নেকড়ে
হরিণটাও দেখতে দেখতে রূপ বদলালো চিতায় 


আমি চিৎকার করে একটা গাছের দিকে তাকালাম
আমাকে সাহায্য করতে একটি ঝুরি নেমে এল 
আমি ঝুরি ধরে চিড়িয়াখানার প্রাচীর টপকাতে গিয়ে দেখি
সেটা আসলে একটা অজগরের লেজ …

Comments