কবিতা - ছবি ধর



অপেক্ষা

 

আমার অনুভূতি গুলো যখন বাঁধা প্রাপ্ত হয়ে 
জালে জড়িয়ে পড়ে 
হ্যাঁচকা টানে নিজের আয়ত্তে আনতে পারিনা আর 
অসহায় হয়ে পরি বেজায়। 
তার পর ও বেজার  মুখখানি বুজে চলতেই হয় ।
হাসির রেখা চওড়া করে নিজেকে সামিল করতে হয় উৎযাপনের  মঞ্চে। 
আকন্ঠ পান করে দেবদাস হওয়ার তো অবকাশ নেই কোনো। 
সময়ের গতি দুরন্ত 
যন্ত্রণা সয়ে নতুন দিনের অপেক্ষা 
অপেক্ষা আজও 
অপেক্ষা কাল ও 
অপেক্ষা অন্তহীন....

Comments