কবিতা - তুষারকান্তি রায়


সহজিয়া


সংসারী রোদে কিছু 
আলাপী শিশির লেগে আছে  
ফোঁটা ফোঁটা . . . 
উঠোনের একপাশে জবুথবু 
শুয়ে থাকা
সোনালি অঘ্রাণে  ; 
খুঁটে খায় চতুর চড়ুই ।
অবিকল বন্ধুর মতো একা এই 
রোগাটে সকাল ,
সরসরি চলে আসে   ;  ঝুপঝুপ 
দোচালার খোলা জানালায় ।
পুরোনো ঘুমের পাশে 
বিলকুল ন‍্যাড়া গাছে শুয়ে থাকা মুগ্ধতা 
সহজ শালিখ হয়ে 
উড়ে বসে 
নির্জন গানের কথায় ... 

Comments