কবিতা - শ্যামলী সেনগুপ্ত



ধোঁয়া

 

কোথাও উনোন জ্বলছে
ধোঁয়ার গন্ধে চাঁদ ঢেকে যাচ্ছে
মোবাইলের স্ক্রিনে 


আমি তো নীল পাখির পালক খুঁজতে
ডানাদুটি সামান্য ছেঁটেছি
যাতে একসাথে মুখ থুবড়ে


পরমের ছাদের ওপর
কাটাঘুড়ি-প্রায় নেমে পড়ি
ওদিকে ধর্ণায় বসেছে যারা


মানুষ কিম্বা ভিন্-গ্রহ-ফেরতা,
নেমে পড়েছে 
এক গ্লাস পিপাসার তরল 


কে দেবে? কবে আর দেবে!!!
এসব ছাইপাঁশ মেখে
গাজন খেলব বলে 


বিদ্যুত চালিয়েছি বারবার 
তবু বর্ষা এল না
শুধু ধোঁয়ার গন্ধে বুঝি


কাঠগুলি কাঁচা ছিল কাল

Comments

  1. কি চমৎকার। মনের ভেতরে কবির আসনে ।

    ReplyDelete

Post a Comment